হোম > খেলা > ক্রিকেট

চোটে পড়া রাহুলকে নিয়েই বিশ্বকাপের দল ভারতের

পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপে বেশ সমালোচনায় পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতেও পারেননি তিনি। তবে ভারতের বিশ্বকাপ দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ভারত আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল। উইকেটরক্ষক ব্যাটার ইষান কিষানকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ৩ নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন পান্ডিয়া। 
 
বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব থাকছেন আরও এক বাঁহাতি স্পিনার হিসেবে। পেস বোলিংয়ের ভরসা হিসেবে আছেন জাসপ্রীত বুমরা। বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। পাল্লেকেলেতে এ সপ্তাহের শনিবার হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পরের দিনই বিশ্বকাপের ১৫ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি। স্ট্যান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হচ্ছেন: তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা ও স্ট্যান্ডবাইয়ে থাকা সঞ্জু স্যামসন।  

ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ