হোম > খেলা > ক্রিকেট

শাহরুখ খানের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে আইসিসি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে বাকি নেই ৮০ দিনও। আজ আইসিসি তাদের ওয়েবসাইটে একটি প্রচারণামূলক ভিডিও তৈরি করেছে। প্রচারণামূলক ভিডিওতে রয়েছেন বলিউড মহানায়ক শাহরুখ খানও। 

এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বিশ্বকাপ উপলক্ষ্যে ক্যাম্পেইন তৈরি করেছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুম্বাইতে ‘ইট টেইকস ওয়ানডে’ এই স্লোগানে ক্যাম্পেইন শুরু করেছে। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এই ক্যাম্পেইন ভিডিওতে বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান, মুত্তিয়া মুরলিধরন, শুভমান গিল, জন্টি রোডসের মতো ক্রিকেটাররা ছিলেন এই ভিডিওতে। ভিডিওতে বিশ্বকাপের কিছু স্মরণীয় মুহূর্ত যেমন জন্টি রোডস, বেন স্টোকসের দুর্দান্ত ফিল্ডিংয়ের ছবি দেখানো হয়েছে। ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয় ও ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ও দেখানো হয়েছে। ক্যাম্পেইনে নবরসের বিষয়ও ফুটিয়ে তোলা হয়েছে। যন্ত্রণা, গৌরব, বিস্ময়, আবেগ, সাহস, আনন্দ, সম্মান, মহিমা ও শক্তি-এই ৯ ধরনের আবেগকে নাম দেওয়া হয়েছে নবরস। প্রচারণামূলক ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘ইতিহাস তৈরি করা এবং ইতিহাস হওয়ার মধ্যে পার্থক্য একদিনের। সব বাধা পেরিয়ে ভয়কে একদিন জয় করা হবে।’ 

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য তর সইছে না আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের। আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘ক্রিকেট এবং সিনেমা হল ভারতীয়দের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে। সুদূরপ্রসারী আবেদন তৈরি করতে দুটোকে একসঙ্গে যুক্ত করেছি। ক্রিকেটারদের সঙ্গে বলিউড মহাতারকা শাহরুখ খানকে আমরা যুক্ত করেছি। তাতে আমরা বিশ্বব্যাপী আকর্ষণ তৈরি করতে পারব।’

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব

পাকিস্তানের পরই বাংলাদেশকে ‘ঘর’ মনে করেন শোয়েব

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল

বিপিএলের সিলেট পর্ব দেখেই বিশ্বকাপের দল দেবে বিসিবি