সূর্যের মতোই জ্বলজ্বল করছেন সূর্যকুমার যাদব। এ মুহূর্তে স্বপ্নের মত ব্যাটিং করেছেন তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ক্রীড়াপ্রেমীদের। তাঁর এই দুর্দান্ত ফর্মে মুগ্ধ হয়ে ভারতীয় ব্যাটারকে নতুন বিশেষণে বিশেষায়িত করতে যেন নতুন শব্দই খুঁজে পাচ্ছেন না সাবেক ক্রিকেটারেরা। খেলার ধরনের জন্য ইতিমধ্যে এবি ডি ভিলিয়ার্সের ৩৬০ ডিগ্রির ট্যাগও পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডি ভিলিয়ার্সের এই ট্যাগ আরও অনেকের সঙ্গেও জুড়ে গেছে। তবে সূর্যকে নিয়ে এবারের প্রশংসাটা অতুলনীয়। অবিশ্বাস্য ফর্মের জন্য ভারতীয় ব্যাটারকে এ গ্রহের ক্রিকেটারই মনে করছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তির মতে, সূর্য ভিন্ন গ্রহের ক্রিকেটার।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে আছেন সূর্যকুমার। টি-টোয়েন্টিতে ধারাবাহিকতার সঙ্গে এমন সব বিমোহিত ইনিংস খেলছেন যা তাঁকে অন্যান্য ব্যাটারদের থেকে আলাদা করেছে। ভারতীয় ব্যাটারের দৃষ্টি নন্দন ব্যাটিংয়ের জন্যই তাঁকে ভিন্ন গ্রহের ক্রিকেটার বলতে বাধ্য হয়েছেন ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জয়ী আকরাম।
আকরাম বলেছেন, ‘আমার মনে হয়, সূর্য ভিন্ন গ্রহ থেকে এসেছে। সে অন্যদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। সে যে পরিমাণ রান করেছে তা দেখতে পারাটা আনন্দের। শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই নয়, সে বিশ্বের শীর্ষ বোলিং আক্রমণের বিপক্ষেও দেখিয়েছে কীভাবে রান করতে হয়।’
সংক্ষিপ্ত সংস্করণে সূর্যকে আউট করার উপায় খুবই কম বলে জানিয়েছেন আকরাম। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই পেসার বলেছেন, ‘বলতে চাচ্ছি, ওয়ানডে ও টেস্টে বোলাররা তাকে পরিকল্পনা করে আউট করতে পারে। তবে, টি-টোয়েন্টিতে বোলাররাই ব্যাকফুটে থাকে। যখন সে এমন ব্যাটিং করতে থাকে তখন তাকে বল করা কঠিন। মনে হয়, তার বিপক্ষে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত কাজ করেছে। তাকে শর্ট বলে আউট করে। হতে পারে, তাকে আউট করার এটিই একমাত্র পথ।’
দুরন্ত পারফরম্যান্সের জন্য সবশেষ আইসিসির র্যাঙ্কিংয়ের টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটারদের শীর্ষস্থানে উঠেছেন সূর্যকুমার। এবারের বিশ্বকাপে ৫ ইনিংসে ২২৫ রান নিয়ে ব্যাটারদের সর্বোচ্চ রানের তালিকায় আছেন ৩ নম্বরে। রানে শীর্ষে থাকতে না পারলেও ব্যাটিং স্ট্রাইকে রেটে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে যা ব্যাটারদের মূল্যায়নের অন্যতম হাতিয়ার। এ টুর্নামেন্টে ১৯৩.৯৬ স্ট্রাইকে রেটে ব্যাটিং করেছেন সূর্য।