নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল, ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবে তারা। যে কেউ আসতে পারেন নেতৃত্বে।
আজ অফিশিয়ালি ফরচুন বরিশাল জানিয়েছে, বিপিএল নবম সংস্করণে টুর্নামেন্টের বাকি অংশে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
এক বিবৃতিতে ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছে, বরিশাল দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাকিব। আনুষ্ঠানিকভাবে তিনি টুর্নামেন্টে দলের অধিনায়ক।