হোম > খেলা > ক্রিকেট

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে  নামবে বাংলাদেশ। এই ম্যাচে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশের ১৮তম ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন লিটন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সপ্তম অধিনায়ক হচ্ছেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ।

চলতি সিরিজে অবশ্য মোটেই ফর্মে নেই লিটন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাসেনি তাঁর ব্যাট। তাই ভক্তদের আশা নিয়মরক্ষার এই ম্যাচে অন্তত লিটনের হাত ধরে জয়ী হোক বাংলাদেশ। লিটনের সামনে সুযোগ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচটি জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখার।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জয় পায়নি বাংলাদেশ। চলতি সফরে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। তাই আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ