হোম > খেলা > ক্রিকেট

নিজেদের লিগেই দল পেলেন না দ. আফ্রিকা অধিনায়ক

টি-টোয়েন্টির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী বছর নতুন করে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায়। লিগ বৃদ্ধি পাওয়ায় ক্রিকেটারের চাহিদাও বেড়ে যাচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে অবাক করার মতো এক ঘটনা ঘটেছে। আজ ফ্র্যাঞ্চাইজিটির নিলামে কোনো দলই কেনেনি দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক টেম্বা বাভুমাকে। তাঁর নেতৃত্বে আবার বিশ্বকাপেও খেলবে দক্ষিণ আফ্রিকা। 

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে দলের সংখ্যা বাড়লেও বাভুমার চাহিদা কোনো দলের কাছেই বাড়েনি। আগামী জানুয়ারিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ। এর জন্য টুর্নামেন্টের নিলাম কেপটাউনে আয়োজন করা হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের নাম নিলামে উঠলে কোনো দলেই আগ্রহ প্রকাশ করেনি তাঁকে কিনতে। তাঁর ব্যাটিং পারফরম্যান্স ও কার্যকারিতা সংক্ষিপ্ত সংস্করণের জন্য উপযুক্ত মনে করেনি দলগুলো। এ জন্যই হয়তো অনাগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো, যা সত্যি অবাক করার মতো। কেননা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তিনি। 

এই টুর্নামেন্টের মতো আগামী জানুয়ারিতে আরও বেশ কয়েকটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা আছে। ফলে স্বাভাবিকভাবেই এ সময় ক্রিকেটারদের চাহিদা বাড়বে লিগগুলোতে। কিন্তু, নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই ৩২ বছর বয়সী ক্রিকেটার পেলেন না জায়গা। দক্ষিণ আফ্রিকার লিগে মোট ছয়টি দল অংশ নেবে। টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় হলেও সব দলের মালিকানা ভারতীয় কোটিপতিদের। 

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি