হোম > খেলা > ক্রিকেট

সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা-না খেলা

এশিয়া কাপেরটা মিটলেও মিটছে না ওয়ানডে বিশ্বকাপের ঝামেলা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে এখন কিছু জানে না পাকিস্তান। আইসিসিকে হ্যাঁ কিংবা না কোনোটাই জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটিই জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।

শুক্রবার পিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে অনিশ্চয়তার বিষয়টি ব্যাখ্যাও করেছেন শেঠি। বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসিকে বিশ্বকাপের সূচি নিয়ে লিখেছি, আমরা অনুমোদন বা অসম্মতি কোনোটাই দিতে পারছি না। এটি আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। ভারত যেমন আমাদের এখানে খেলতে আসার জন্য ওদের সরকারের সিদ্ধান্ত নেয়, তাই আহমেদাবাদে খেলব কি না, প্রশ্নটি করে লাভ নেই। যখন সময় আসবে, তখন আমরা সিদ্ধান্ত নেব সেখানে খেলতে যাব কি না। এরপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাব। এ দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপরই নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত।’ 

কিছুদিন আগে বিশ্বকাপের খসড়া সূচি আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয়। সূচি অনুযায়ী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে। শেষ হবে ১৯ নভেম্বর। ১০ দলের ৪৮ ম্যাচ ১২ স্টেডিয়ামে হতে পারে বলে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। 

বিশ্বকাপের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটি জানিয়েছেন শেঠি। তিনি বলেছেন, ‘সমস্যাটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তবে এখন সিদ্ধান্ত জানাননি। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র কার্যালয়ের মতামত জানতে হবে। তাই এখন অনুমতি চাওয়াটা একটু অগ্রিম হয়। এ ছাড়া আমরা জানি না ভবিষ্যতে কে ক্ষমতায় থাকবে। তাই এই মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়নি। স্থিতিশীল সরকার এলে তখন সময় আসবে অনুমতি চাওয়ার ব্যাপারে (ভারত সফরের)।’

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’