হোম > খেলা > ক্রিকেট

জয় দিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। আবুধাবীতে আয়ারল্যান্ড নারী দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। জবাবে ২ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। 

আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৮ রান। ১৬ রানে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে তিনে নামা নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি জয় শামীমার। ৪৮ রান করেন শামীমা। ইনিংসে ৭টি চার মারেন এই ওপেনার। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের ৫৩ বলের ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। 

বাংলাদেশ বোলারদের বোলিং তোপে রান লক্ষ্য তাড়া করতে পারেনি আইরিশরা। ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা খাতুন। দুইটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেগা ও নাহিদা আক্তার। বাংলাদেশ অবশ্য বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছে না ৷ আজই একই মাঠে বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবেন জ্যোতিরা ৷ ম্যাচটি জিতে বাচাইপর্ব উতরে যাওয়ার কাজটা আরও এগিয়ে রাখতে চাইবেন তাঁরা।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল