হোম > খেলা > ক্রিকেট

হাফিজের চাকরি নেই, পাকিস্তানি পেসারের চুক্তিও বাতিল

২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারায় পাকিস্তান দলের মধ্যে হয়ে যায় টালমাটাল অবস্থা। এই সময়ে দলটির টিম ডিরেক্টরের দায়িত্ব পান তিনি। সেই দায়িত্বের তিন মাস পর বেজে গেল তাঁর বিদায় ঘণ্টা। 

পাকিস্তানের টিম ডিরেক্টরের পদ থেকে হাফিজের চাকরি চলে যাওয়ার কথা পিসিবি আজ জানিয়েছে। একই সঙ্গে তার প্রতি শুভকামনাও জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। নিজেদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘পাকিস্তান দলের ডিরেক্টর মোহাম্মদ হাফিজের অসামান্য অবদানের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। খেলার প্রতি হাফিজের যে ভালোবাসা, সেটা ক্রিকেটারদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ অসাধারণ ছিল। পিসিবি হাফিজকে শুভকামনা জানিয়েছে। ভবিষ্যতের জন্য তার সফলতা কামনা করছে বোর্ড।’ 

একই দিনে পেসার হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পিসিবি। কয়েকদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দিতে অসম্মতি জানিয়েছিলেন তিনি। দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রউফকে ব্যক্তিগত শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির মাধ্যমে জানা যায় যে হারিসের উত্তর ছিল অসন্তোষজনক। ২০২৩ এর ১ ডিসেম্বর থেকে হিসেব করে কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ এর ৩০ জুন পর্যন্ত তার বিদেশি লিগে খেলতে যাওয়ার অনাপত্তিপত্রও দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি। 

২০২৩ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। সেই দুই সফরে পাকিস্তানের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন হাফিজ। গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারি মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। সেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কা জেগেছিল পাকিস্তানের। শেষ ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে যায় পাকিস্তান। 

অন্যদিকে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময় চলছিল ২০২৩-২৪ মৌসুমের বিগ ব্যাশ। সেই সময় মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ খেলেন রউফ। ৪ ম্যাচে ৮ ইকোনমিতে নেন ৬ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলেন রউফ। ১০৪ ম্যাচের ক্যারিয়ারে নেন ১৬০ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেন ৯০ উইকেট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু