হোম > খেলা > ক্রিকেট

হতাশ সোহান ইতিবাচক দিকও দেখছেন

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার দিয়ে। বোলিংয়ে কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না বাংলাদেশ।

পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটুকু কমান ইয়াসির আলী। তার আগে লিটন দাস ও আফিফ হোসেনের ৫০ রানের জুটিতে জয়ের আশাও দেখছিল বাংলাদেশ।

কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে ১৪ রান নিতেই ৪ উইকেট হারিয়ে আশার জলাঞ্জলি দেয় নুরুল হাসান সোহানের দল। তিনি নিজেও বিশেষ কিছু করতে পারেননি। ভ্রমণক্লান্তির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচের নেতৃত্ব দেন সোহান। তবে দলের এমন হারে হতাশ তিনি’, ‘হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমি মনে করি, কয়েক জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের বটে। তবে হারলেও এই ম্যাচে ইতিবাচক দিকও দেখছেন সোহান, ‘বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে আমরা মাঝখানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাট করেছে, ইয়াসিরও। এটাই কিছুটা ইতিবাচক। তাসকিন ভালো বল করেছে। আমাদের দুটি উইকেট এনে দিয়েছে।’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর