হোম > খেলা > ক্রিকেট

শান্ত-বাবরকে হারিয়ে সেরা আইরিশদের টেক্টর

প্রথম আইরিশ হিসেবে মাস সেরার পুরস্কার জিতলেন হ্যারি টেক্টর। মে মাসের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের এই ব্যাটার। মাস সেরার পুরস্কার জিততে তাঁকে দুর্দান্ত প্রতিযোগিতা করতে হয়েছে বাকি দুজনের সঙ্গে। 

টেক্টরের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর আজম ও নাজমুল হোসেন শান্ত। মে মাসে এই দুই ব্যাটারও দুর্দান্ত ছন্দে ছিলেন। ভোটাভুটির মাধ্যমে আজ মাস সেরার টেক্টরের নাম ঘোষণা করে আইসিসি। 

গত মাসে তিনটি ওয়ানডে খেলেছেন টেক্টর। তিনটিই চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে। সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে ২০৬ রান করেন ২৩ বছর বয়সী ব্যাটার। ওই সিরিজে শান্তও একটি সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে ১৯৬ রান করা শান্তর অবিশ্বাস্য পারফরম্যান্সে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর ৫ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বিপরীতে ২ ফিফটির বিপরীতে ১ সেঞ্চুরিতে ২৭৬ রান করেছিল।

টেক্টরের সঙ্গে নারীদের মাস সেরার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের থিপাচা পুথাওং। এ নিয়ে টানা দ্বিতীয়বার মাস সেরার পুরস্কার উঠল সহযোগী দেশ থাইল্যান্ডের হাতে। সেরার স্বীকৃতি পেয়ে টেক্টর বলেছেন, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই আমার এই পুরস্কার আয়ারল্যান্ড ক্রিকেট দলের উন্নতিরই ছবি।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু