হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের খেলোয়াড়

সিঙ্গাপুরে জন্ম। দেশটির হয়ে খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। পরে খেলার টানে মাতৃভূমি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন টিম ডেভিড। আর ডাক পেয়ে গেছেন অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও।

অক্টোবর থেকে শুরু হওয়া ঘরের মাঠের বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে নতুন মুখ একজনই, সিঙ্গাপুর বংশোদ্ভূত মিডল অর্ডার ব্যাটসম্যান টিম ডেভিড। অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলির চোখে যিনি ‘জন্মগত হার্ড হিটার’!

১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেওয়া দেশটির হয়ে খেলা শুরু করলেও এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান। অবশ্য বাবা রদ্রিক ডেভিড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। পরে জাতীয়তা পাল্টে খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। বাবার ঠিক উল্টো পথে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন টিম। বাবা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন টিম। পূরণ হতে চলেছে তাঁর অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার স্বপ্নও।

বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়েছে টিমকে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি করে দেওয়াই মূল লক্ষ্য। অবশ্য সুযোগটা পেতে পারতেন আগেই। শ্রীলঙ্কা সিরিজে প্রাথমিক দলে নাম থাকলেও পরে টিমকে পিএসএলে খেলার সুযোগ করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে মুলতান সুলতানের হয়ে ১৯৪.৪০ স্ট্রাইক রেটে ২৭৮ রান করে নজর কেড়েছেন  নির্বাচকদের। প্রশস্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার রাস্তাও।

‘সে ভীষণ প্রতিভাবান, জন্মগতভাবেই বল ভালো পেটাতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপে সে বাড়তি গভীরতা এনে দেবে। অতীতে সে যেভাবে খেলেছে, আশা থাকবে জাতীয় দলেও সে এভাবেই খেলবে।’ টিমকে নিয়ে এভাবেই আশা প্রকাশ করেছেন নির্বাচক জর্জ বেইলি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: 
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন।

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের