হোম > খেলা > ক্রিকেট

বিয়ের কার্ড ভাইরাল হওয়ায় চিন্তিত ম্যাক্সওয়েল

বিয়ে নিয়ে বিপাকে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতে বিয়েতে নিরাপত্তা বাড়ানোরও চিন্তা করছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। হিন্দু রীতিতে ভারতীয় বংশোদ্ভূত মেয়েকে বিয়ে করবেন ম্যাক্সওয়েল। সে কারণেই তামিলে ছাপা হয়েছে বিয়ের কার্ড। এবার সেই কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনলাইনে ভাইরাল হওয়ায় এখন বিয়েতে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করছেন ম্যাক্সওয়েল। বিয়ের অনুষ্ঠানে মেলবোর্নে আমন্ত্রণ জানানো হয়নি এমন অনেক অতিথি আসতে পারেন বলে আশংকা করছেন তিনি। 

ম্যাক্সওয়েলকে তাঁর এক আইপিএল সতীর্থ বলেছিলেন, তামিল ভাষায় মুদ্রিত তাঁর বিয়ের কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিয়ের আমন্ত্রণপত্রটি ভারতীয় অভিনেত্রী কস্তুরি শেয়ার করেছিলেন। ম্যাক্সওয়েল এ বিষয়ে বলেন, ‘এক সাবেক আইপিএল সতীর্থ আমাকে একটি ছবি পাঠিয়েছিলেন। আমি মনে করি আমাদের হিন্দু বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা বাড়াতে হবে।’

সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে হলেও সেটি হবে তামিল ব্রাহ্মণ রীতিতেই। এক সপ্তাহের মধ্যে বিয়ের তিনটি আলাদা অনুষ্ঠান করবেন ম্যাক্সওয়েল। দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ৩৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক