হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা ব্রুক হলেন ডিসেম্বর সেরা

২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছিলেন হ্যারি ব্রুক। সিরিজসেরার পুরস্কারও পেলেন ব্রুক। আইসিসির ডিসেম্বর-সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৬৮ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ব্রুক। গড় ও স্ট্রাইক রেট, দুটোই ছিল ঈর্ষণীয়। ৯৩.৬০ গড় ও ৯৩.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে ১১১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। পাকিস্তানকে টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। আর ডিসেম্বরে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো সংস্করণই খেলেননি ব্রুক। 

ডিসেম্বর-সেরা হওয়ার প্রতিযোগিতায় ব্রুকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর আজম ও ট্রাভিস হেড। গত মাসে ৪ ম্যাচে ৬৫.৩৩ গড়ে ৫২৩ রান করেছিলেন বাবর। ২ সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটি করেছিলেন পাকিস্তানি অধিনায়ক। আর হেড ৩ ম্যাচে ৮৯ গড়ে ৩৫৬ রান করেছিলেন। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। হেড, বাবর কেউই গত মাসে সাদা বলের ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ