বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয় ভারত। বাবর আজমদের বিপক্ষে এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে। সবচেয়ে বেশি ঝড় গিয়েছিল মোহাম্মদ শামির ওপর দিয়ে।
ধর্মীয় পরিচয় টেনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বাজেভাবে আক্রমণ করা হয়েছিল শামিকে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে সংবাদ সম্মেলনে এসে এসব কিছুর কড়া প্রতিক্রিয়া জানালেন অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ হারের পর যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়েছে তাদের মেরুদণ্ডহীন হিসেবে আখ্যা দিয়েছেন কোহলি। বলেছেন এর চেয়ে খারাপ কাজ আর কিছু হতে পারে না, ‘এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না। সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই ওদের। কোনো মানুষের মানসিকতা এর চেয়ে আর নিচে নামতে পারে না। মানুষ সব থেকে খারাপ যদি কিছু করতে পারে, সেটি ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।’
কোহলির মতে, এ ধরনের সমালোচকদের ‘মেরুদণ্ড’ নেই। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘দল হিসেবে আমাদের কী করা উচিত এবং কোন জায়গায় আরও ভালো করা উচিত তা আমরা জানি। কেউ যদি ভাবে ভারত একটা ম্যাচেও হারতে পারে না, সেটা তার ব্যাপার। বাইরের মানুষ কী ভাবছে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আগেও বলেছি, মানুষ জানে না মাঠে নেমে আসলে ঠিক কী কাজ করতে হয়। আমরাও সেটা জোর গলায় মানুষকে জানাতে রাজি নই।’