হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ওয়েলিংটনে লঙ্কানদের বিপক্ষে প্রথম দিন কিউইদের

ওয়েলিংটনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির আধিপত্য। বৃষ্টির সঙ্গে ছিল আলোকস্বল্পতার সমস্যাও। বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় প্রথম দিন দুর্দান্ত খেলেছে ব্ল্যাকক্যাপসরা। ২ উইকেটে ১৫৫ রান করেছে কিউইরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ডিমুথ করুণারত্নে। বৃষ্টির বাধায় প্রথম সেশন পুরোপুরি ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে এ দুই ব্যাটার যোগ করেছেন ৮৭ রান। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নিয়েছেন কনওয়ে। কিউইদের উদ্বোধনী জুটি ভাঙেন কাসুন রাজিথা। ৭৩ বলে ২১ রান করে লাথাম শিকার হয়েছেন রাজিথার। 

লাথামের বিদায়ের পর উইকেটে আসেন কেইন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে কনওয়ের জুটিটা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। উইলিয়ামসন-কনওয়ে যোগ করেছেন ৩১ রান। ১০৮ বলে ৭৮ রান করা কনওয়েকে কট অ্যান্ড বোল্ড করেছেন ধনঞ্জয় ডি সিলভা। এরপর নিকোলসের সঙ্গে ৭৪ বলে ৩৭ রানের জুটি গড়েন উইলিয়ামসন। দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আলোকস্বল্পতা দেখা দিলে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৪৮ ওভারে ২ উইকেটে ১৫৫ রানে প্রথম দিনের খেলা শেষ করে ব্ল্যাকক্যাপসরা। উইলিয়ামসন ২৬ রানে ও নিকোলস ১৮ রানে অপরাজিত আছেন। রাজিথা ও ডি সিলভা নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ