সিলেটের আকাশে আজও মেঘের ভালোই আনাগোনা চলছে। ম্যাচের ভাগ্যে অবশ্য এখনই অনিশ্চয়তা বসিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রথম টি-টোয়েন্টির মতো আজও গ্যালারিতে গর্জন তোলার অপেক্ষায় আছেন সিলেটের দর্শকেরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি দর্শকদের স্নায়ুর চরম পরীক্ষাই নিয়েছিল। আজ কি অপেক্ষা করছে, সেটা সময়ই বলে দেবে। তার আগে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। আগে ফিল্ডিং করতে চাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তেমন কোনো কারণ নেই। রান তাড়া করতে চায় তাঁর দল।
আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও টস জিতলে সাকিবের মতো ফিল্ডিং করার কথা জানিয়েছেন। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার রনি তালুকদারের জায়গায় একাদশে ঢুকেছেন আফিফ হোসেন। একাদশে নেই আগের ম্যাচের জয়সূচক শট খেলা পেসার শরীফুল ইসলাম। তাঁর জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই (উইকেটরক্ষক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্ড, ফজলহক ফারুকি।