অকল্যান্ডে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বৃষ্টির বাধায় পড়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ১০ ওভারে। ইডেন পার্কে নির্ধারিত সময়ের আগে থেকেই শুরু হয় বৃষ্টি। যে কারণে টসও বিলম্বিত হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বাঁ পায়ের উরুতে চোট পান। সেই চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। এ কারণে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস।
রিয়াদ না থাকায় দীর্ঘ দিন পর পাঁচ সিনিয়র ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের লক্ষ্য শেষ টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ানো।