হোম > খেলা > ক্রিকেট

খালেদের তোপে এলোমেলো কিউইরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদ আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ছবি: ফাইল ছবি

ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে স্কোর দুই শ পেরিয়ে যায় তারা।

টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। কিউইদের শুরুটা ভালোই ছিল, ওপেনিং জুটিতে তোলে ৩৬ রান। দিনের ১২ তম ওভারে জো কার্টারকে (১৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। দলীয় রান একই অবস্থায় রেখে ১৩ তম ওভারে এনামুলের বলে বোল্ড হন আরেক ওপেনার রাইস মারিউ (১৩)।

১০১ রান স্কোরে জমা হতেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে ফক্সফোর্ড ও মিচেল হে হয়ে ওঠেন গলার কাঁটা। মাঝে ২৭ ওভারে বাংলাদেশ নিতে পারেনি উইকেট। এ দুই ব্যাটার জুটিতে যোগ করেন ৯৮ রান। দলীয় ১৯৯ রানে ফক্সফোর্ডকে (৪৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে এনে দেন দারুণ ব্রেক-থ্রু।

দিন শেষে খালেদ ৪টি, এনামুল ৩টি ও ইবাদত হোসেন নিয়েছেন ১টি উইকেট। মিচেল ৬৮ রানে এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ১২ রানে অপরাজিত আছেন।

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন