হোম > খেলা > ক্রিকেট

কোহলি ও সূর্যকুমারের ফিফটিতে ভারতের রানের পাহাড়

লম্বা সময় ধরে ব্যাটে রানের খরা যাচ্ছিল বিরাট কোহলির। পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠার সুযোগ পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। উইকেটে যতক্ষণ ছিলেন, ততক্ষণ ছিল আত্মবিশ্বাসের ঘাটতিও। অবশেষে হংকংয়ের বিপক্ষে জ্বলে ওঠে ফিফটি পেয়েছেন কোহলি। তাতেই টুর্নামেন্টের প্রথম ফিফটি ও এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের দেখা মিলল ভারতীয় ব্যাটারদের কাছ থেকে।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে ভারত। জয়ের জন্য ১৯৩ রান করতে হবে হংকংকে।

টস হেরে ব্যাটিংয়ে এসে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁদের ৩৮ রানের জুটি ভাঙে রোহিতের (২১) বিদায়ে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ভারত অধিনায়ক। আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।

দ্বিতীয় উইকেটের জুটিতে রাহুলের সঙ্গে দারুণ ব্যাটিং করেন কোহলি। নিজেকে ফিরে পাওয়ার মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তাঁকে। যদিও তাঁদের ৫৬ রানের জুটি ভাঙে রাহুলের (৩৬) ফেরাতে। তবে সূর্যকুমার যাদবের সঙ্গে ঝড়ো ব্যাটে রানের গতি এগিয়ে নেন কোহলিও। 

৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পান তিনি। টুর্নামেন্টে প্রথম ফিফটি এলো ছন্দ খুঁজে বেড়ানো কোহলির ব্যাটেই। অন্যপ্রান্তে ঝড় তোলা যাদব পান ২২ বলে ফিফটি। শেষ ওভারে ২৬ রানের সুবাদে ১৯২ রানের সংগ্রহ পায় ভারত। ৬৮ রানে অপরাজিত যাবদের সঙ্গী কোহলি ছিলেন ৫৯ রানে অপরাজিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক