নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, এক সপ্তাহ পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের উল্লাস নিয়ে নানা আলোচনা চলছে ভারতজুড়ে। আজ বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, শিরোপা জয়ের উদ্যাপনে তাদের সঙ্গে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উদ্যাপনের তিনটি ছবি পোস্ট করা হয়েছে আজ। হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সেখানে বিসিবির কর্মকর্তারা রয়েছেন। ফেসবুকে পোস্টে লেখা হয়েছে, ‘উদ্যাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদ্যাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ এক সময় কাটিয়েছি।’