হোম > খেলা > ক্রিকেট

জয়টাই শুধু বাকি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমে গেছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে লড়াই জমিয়ে তুলেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ১৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। এই প্রতিবেদন লেখার সময় দ্রুত ৪ উইকেট নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। 

এই সুযোগ করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। মিরাজ বোল্ড করে ফিরিয়েছেন নাজিবুল্লাহ জাদরানকে। শরীফুল ফিরিয়েছেন হাশমতউল্লাহকে। আফগানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান। ফিফটি পূর্ণ করে ৫১ রানে আউট হয়েছেন হাশমতউল্লাহ। তাঁর ৬০ বলের ইনিংসে ছয়টি চারের মার রয়েছে। হাশমতউল্লাহকে সঙ্গ দেওয়া নাজিবউল্লাহ আউট হয়েছেন ১৬ রানে। এই দুটি উইকেট তুলে নিয়ে তর তর বেড়ে ওঠা চাপ কিছুটা নামিয়েছে বাংলাদেশ। 

উইকেটে এসেছেন মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটারদের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুর মতো। চাপ সামলে বাংলাদেশ বোলাররা অবশ্য সময়মতো উইকেট তুলে নিতে পেরেছেন। এর আগে ইব্রাহিম জাদরান আর হাশমতউল্লাহর ৫২ রানের বিপজ্জনক হতে থাকা জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। 

মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচের শিকার হন ইব্রাহিম। ৭৪ বলে ৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন এই ওপেনার। তাঁর ইনিংসে ১০টি চার ও একটি ছক্কার মার রয়েছে। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক