হোম > খেলা > ক্রিকেট

ভারতকে মৃত্যুর ভয় পেতে না করেছেন মিয়াঁদাদ

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’

নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’ 

পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। 

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত