হোম > খেলা > ক্রিকেট

টি–টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুপুরে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিউইরা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম লাল-সবুজের দেশে পা পড়ল তাদের।

ঢাকায় নামার পরপরই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নেওয়া হয়েছে টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলকে। আগামী তিন দিন এই হোটেলেই কোয়ারেন্টিন করবেন ইশ সোধি-রাচিন রবীন্দ্ররা। পুরো হোটেলটাই জৈব সুরক্ষা বলয়ের আওতায় থাকবে। এই হোটেলে নিউজিল্যান্ড ছাড়াও বাংলাদেশ দল এবং সিরিজ সংশ্লিষ্ট সব অফিশিয়ালরা থাকবেন। 

নিউজিল্যান্ড স্কোয়াডের দুই সদস্য কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন গত ২০ আগস্ট বাংলাদেশে এসে টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন। ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন তাঁরা। নতুন করে করোনার সংক্রমণ হওয়ায় নিউজিল্যান্ড সরকার ফের লকডাউন ঘোষণা করেছে। যার কারণে ডি গ্র্যান্ডহোম ও অ্যালেন দেশে ফিরে যাননি। লন্ডন থেকে সরাসরি এসেছেন ঢাকায়।

বাংলাদেশ দলও আজ টিম হোটেলে উঠবে। ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করার পরদিন থেকে মাঠের অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা