হোম > খেলা > ক্রিকেট

ডিম ভাজি পছন্দ শান্তর, ভালো গল্পবাজ সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপ খেলতে ভারতে এখন বাংলাদেশ দল। আগামী পরশু নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। ধর্মশালায় বসে হয়তো সেই ম্যাচ নিয়ে ছক আঁকছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুল ইসলামরা। কিন্তু এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল। 

ভিডিওতে দেখা যায়, বাঁহাতি ব্যাটার শান্তর ঝটপট সাক্ষাৎকার নিচ্ছেন পেসার শরীফুল। শান্তর উত্তর দেওয়া এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা গেল ভিডিও আরও কিছুদিন আগে ধারণ করেছে বিসিবি। 

পাঠকদের জন্য শান্ত-শরীফুলের সেই সাক্ষাৎকার তুলে ধরা হলো—

শরীফুল ইসলামের প্রশ্ন: আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? 
নাজমুল হোসেন শান্ত: খুব শিগগিরই আসছে, দোয়া করিস (ছেলের কথা ইঙ্গিত করেছিলেন)। 

প্রশ্ন: ক্রিকেট ক্যারিয়ারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? 
শান্ত: অনেকজনই আছেন। তবে আমার কোচ রফিক স্যার। 

প্রশ্ন: আপনার প্রিয় খাবার কোনটি? 
শান্ত: গরুর মাংস। 

প্রশ্ন: কোন খাবার রান্না করতে পছন্দ করেন? 
শান্ত: ডিম ভাজি… অনেক ভালো পারি (হাসি)। 

প্রশ্ন: বিশ্বকাপে বাংলাদেশ দলের কোন মুহূর্ত আপনার প্রিয়? 
শান্ত: ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর মুহূর্ত। 

প্রশ্ন: ক্রিকেটের বাইরে কোন খেলা খেলতে পছন্দ করেন? 
শান্ত: ফুটবল। 

প্রশ্ন: আপনার দলে ভালো গল্প কে বলেন? 
শান্ত: সাকিব ভাই (সাকিব আল হাসান)। 

প্রশ্ন: দলের মধ্যে সবচেয়ে মজার ব্যক্তি কে? 
শান্ত: শরীফুল ইসলাম (হাসি)। 

প্রশ্ন: দলের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ক্রিকেটার কে? 
শান্ত: অনেকেই আছে… তাসকিন আহমেদ।

শেখ মেহেদী কি গরিবের সাকিব আল হাসান

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস