নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দল ঘোষণার এক দিন পরেই সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন মোহাম্মদ হাফিজ।
পিসিবিকে যে খোঁচা মেরেই পোস্টটা দেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে পোস্টের কোনো ব্যাখ্যা দেননি সাবেক অধিনায়ক। সাবেক ওপেনার লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট।’ দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই হয়তো এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক টিম ডিরেক্টর।
হাফিজের এই পোস্ট নিয়ে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে। অনেকের ধারণা, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের সরাসরি অবসর ভেঙে সুযোগ দেওয়াতেই হয়তো হতাশা প্রকাশ করেছেন হাফিজ। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে না খেলা উসমান খানকে প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ দেওয়াটাও হয়তো মানতে পারছেন না সাবেক অলরাউন্ডার।