হোম > খেলা > ক্রিকেট

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দল ঘোষণার এক দিন পরেই সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন মোহাম্মদ হাফিজ। 

পিসিবিকে যে খোঁচা মেরেই পোস্টটা দেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে পোস্টের কোনো ব্যাখ্যা দেননি সাবেক অধিনায়ক। সাবেক ওপেনার লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট।’ দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই হয়তো এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক টিম ডিরেক্টর। 

হাফিজের এই পোস্ট নিয়ে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে। অনেকের ধারণা, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের সরাসরি অবসর ভেঙে সুযোগ দেওয়াতেই হয়তো হতাশা প্রকাশ করেছেন হাফিজ। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে না খেলা উসমান খানকে প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ দেওয়াটাও হয়তো মানতে পারছেন না সাবেক অলরাউন্ডার। 

সে যাই হোক, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পাওয়ায় তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া আমির। গত বছর অবসরের ঘোষণা দেওয়া ইমাদও দলে ফিরেছেন তাঁর সঙ্গে। ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটিও হবে একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল। শেষ দুটি ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে।

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের