অকল্যান্ডে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির বাধায় পড়েছে। ইডেন পার্কে বৃষ্টির কারণে টস হতেই বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে পিচ থেকে কভার সরানো যায়নি।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে জানানো হয়েছে, দুই ঘণ্টা দেরিতে পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভবনা রয়েছে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বাঁ পায়ের উরুতে চোট পান। সেই চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। ফলে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তিনি।
মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে অধিনায়কত্ব করবেন লিটন দাস। রিয়াদ না থাকায় দীর্ঘ দিন পর পাঁচ সিনিয়র ক্রিকেটার ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে এরই মধ্য জিতেছে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশ দলের লক্ষ্য শেষ টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ানো।