হোম > খেলা > ক্রিকেট

স্টার্লিং-ক্যাম্ফারের সেঞ্চুরির দিনে জয়াসুরিয়ার ৫ উইকেট

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও স্বস্তিতে পার করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে তারা। আইরিশদের প্রথম ইনিংস থেমেছে ৪৯২ রানে। দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ৮১ রান করেছে শ্রীলঙ্কা। আগামীকাল ৪১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিক দল। দুই ওপেনার নিশান মাধুশকা ৪১ ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩৯ রানে অপরাজিত আছেন।

গলে আয়ারল্যান্ড প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ৩১৯ রান নিয়ে। লোরকান টাকার ৭৮ রানে দ্বিতীয় দিন শুরু করে আর মাত্র দুই রান যোগ করতেই বোল্ড হন বিশ্ব ফার্নান্দোর বলে। দিনের শুরুতে উইকেট হারালেও আইরিশদের রানের পাহাড় এনে দেন ক্যাম্ফার। আগেরদিনের ২৭ রান নিয়ে ব্যাট করতে নেমে পেয়ে যান সেঞ্চুরি।

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পথে স্টার্লিংয়ের সঙ্গে ৬৪ ও অ্যান্ডি ম্যাকব্রিনের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন ক্যাম্ফার। ১১১ রানে প্রবাত জয়াসুরিয়ার বলে সাজঘরে ফেরেন তিনি। তার আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদ্‌যাপন করেন স্টার্লিংও। ১০৩ রানে আশিথা ফার্নান্দোর বলে তিনিও তালুবন্দী হন ধনাঞ্জয়া ডি সিলভার হাতে। গতকাল ৭৪ রানের মাথায় ‘রিটায়ার্ড হার্ট’ হন তিনি।

গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট পেয়েছিলেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। লঙ্কান লেগ স্পিনার আজ টেস্টে পঞ্চমবারের মত দেখা পেলেন ৫ উইকেটের।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও