হোম > খেলা > ক্রিকেট

‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে কোনো পরিকল্পনাই নেই’

টেস্ট তো দূরের কথা, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘ এক দশক। মাঝেমধ্যে আশার আলো মিটিমিটি করে জ্বললেও মরীচিকার মতো মিলিয়ে যেতে তেমন একটা সময় লাগে না। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আরও একবার হতাশার বাণী শুনতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তাব গতকাল দিয়েছিল এমসিসি। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এমসিসি প্রধান নির্বাহী স্টুয়ার্ড ফক্স জানিয়েছিলেন, সবকিছু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিক্টোরিয়া রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। তবে এখানে ভেটো দেয় বিসিসিআই। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ভবিষ্যতে কোনো দেশে আয়োজনের পরিকল্পনা নেই। কারও যদি এমন ইচ্ছা থাকে, তাহলে সে যেন সেটা তার নিজের কাছেই রেখে দেয়।’

এর আগেও মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট অয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে।

টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ। ২০০৭ সালে সর্বশেষ সাদা-পোশাকে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বেঙ্গালুরুতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টেস্ট ড্র হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক