বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি আর চার দিন। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ—কাউকে এখনো এক ছাদের নিচে আনতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। নিউজিল্যান্ডের সিরিজ শেষ করে গতকাল মাত্র দেশে ফিরেছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। আজ থেকে আসতে শুরু করবেন বিদেশি খেলোয়াড়েরাও। আজ থেকে শুরু হচ্ছে দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতিও।
এর মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ পল নিক্সন। ঢাকায় পৌঁছে নিজের দল নিয়ে কথা বলেছেন সাবেক এই ইংলিশ উইকেটকিপার-ব্যাটার। দল নিয়ে সন্তুষ্ট নিক্সন শিরোপাকেই পাখির চোখ করছেন। গতবারও দলটির কোচের দায়িত্বে ছিলেন তিনি।
দলটির আকর্ষণের কেন্দ্রে সাকিব আল হাসান। কোচের দায়িত্বে থাকছেন খালেদ মাহমুদ সুজন। দলের নেতৃত্বের ভার থাকছে সাকিবের কাঁধেই। বরিশালের হয়ে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাকিব জানালেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।’
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ দল সাজিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। বিপিএলের নিয়মিত মুখ কুমিল্লার হয়ে এবারও খেলবেন ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইন। এখনো দলের সঙ্গে যোগ না দিলেও এক বার্তায় নারাইন বলেছেন, ‘বিপিএলে কুমিল্লার হয়ে খেলার তর সইছে না। আপনাদের দেখার তর সইছে না।’