হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে চান পিসিবি চেয়ারম্যান

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ যে ভারতে হচ্ছে তা অনেকটা নিশ্চিত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির চাওয়াটা একটু ভিন্ন। তিনি চাইছেন, বিশ্বকাপও যেন এশিয়া কাপের মতো ‘হাইবিড’ মডেলে হয়। তাতে বিশ্বকাপের কিছু ম্যাচ হতে পারে বাংলাদেশে। 

‘হাইব্রিড’ মডেলের প্রসঙ্গ এসেছে এবারের এশিয়া কাপে। ২০২৩ এশিয়া কাপের ভেন্যু ছিল এবার পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। তখন ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছে পিসিবি। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেঠি বিশ্বকাপও এশিয়া কাপের মতো আয়োজনের প্রস্তাব দিয়েছেন। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমার কথা হচ্ছে, যখন বিশ্বকাপ হবে তখনো আমরা একই মডেল এখানে কাজে লাগাতে পারি। ভারতীয় সরকার বিসিসিআইকে পাকিস্তানে খেলতে অনুমতি দিচ্ছে না। তেমনি ভারতে খেলতে আমাদের সরকারও অনুমতি দেবে না। তাই আমাদের ম্যাচ হতে পারে বাংলাদেশে বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে। এই ভাবেই এশিয়া কাপ, বিশ্বকাপ চলবে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হতে পারে একইভাবে।’ 

এবারের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। তবে এশিয়া কাপ নিয়ে জটিলতা এখনো কাটেনি।  ক্রিকবাজের এক প্রতিবেদনে কদিন আগে বলা হয়েছে, আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আবহাওয়া। যেখানে সেপ্টেম্বরে আমিরাতে থাকে প্রচণ্ড গরম। এর আগে ওয়ানডে সংস্করণের ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে