হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে কেন নেই ‘পাকিস্তান’, আইসিসিকে চিঠি

ক্রীড়া ডেস্ক    

ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম। ছবি: এএফপি

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।

এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।

আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।

করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।

আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ

শোয়েব আখতারের গতির রেকর্ড ভাঙবে নাহিদ রানা: আশরাফুল

বোর্ডের দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে

আইপিএল নিলামের আগেই বিদেশি ক্রিকেটারদের বেতন কমিয়ে দিল ভারতীয় বোর্ড

বিশ্বকাপ শেষে একসঙ্গে শুরু আইপিএল-পিএসএল

৩১ কোটি টাকার কেলেঙ্কারিতে ফেঁসে এখন গ্রেপ্তারের শঙ্কায় রানাতুঙ্গা

তাসকিনের সেই বলে আসলে হলোটা কী

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা