হোম > খেলা > ক্রিকেট

মাকে হাসপাতালে রেখেই দলকে জিতিয়ে চলেছেন বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। এই তিন ম্যাচের দুটিতে বাবর আজম নিজেও খেলেছেন দুর্দান্ত। শুধু ব্যাট হাতেই নয়, নেতৃত্ব দিয়েও দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তবে ছন্দে থাকা বাবর দেশের হয়ে খেলে যাচ্ছেন কঠিন এক মানসিক চাপ নিয়ে। 

বাবর যখন বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করছেন, তাঁর মা তখন হাসপাতালে লড়ছিলেন। এখন অবশ্য বাবরের মায়ের অবস্থা উন্নতির দিকে। গত সপ্তাহে বেশ খারাপ সময় পার করেছে তাঁর পরিবার। তাঁর বাবা জানালেন, ‘টানা তিন জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন। তবে, কিছু কথা জাতির জানা উচিত। পরিবারের সবাইকে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন তার (বাবর) মা হাসপাতালে লড়ছিল। সবকটা ম্যাচেই বাবর মানসিক অশান্তির মধ্য থেকে খেলেছে।’ 

পরিবারের এই দুঃসময়ে বাবরের বাবা দেশেই থাকতে চেয়েছিলেন। তবে বাবর যেন এই খারাপ সময়ে ভেঙে না পড়েন সেজন্য চলে এসেছেন ছেলের খেলা দেখতে, ‘আমি এখানে আসতে চাইনি কিন্তু বাবর যাতে দুর্বল না হয় এজন্য এসেছি। আল্লাহর রহমতে সে (বাবরের মা) এখন ভালো আছেন। 

ভারতকে হারানোর দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবরের বাবা আজম সিদ্দিকি। ম্যাচ শেষে ছেলের সাফল্যে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তাঁর কান্নায় ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছিল।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ