হোম > খেলা > ক্রিকেট

চেন্নাইয়ে মুরালিধরনের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার

ঢাকা: শ্রীলংকার কিংবদন্তি অফ–স্পিনার মুত্তিয়া মুরালিধরনের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল রোববার চেন্নাইয়ের একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার করা হয়।

চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আছেন মুরালিধরন।

আইপিএল সূত্রের বরাত দিয়ে এনডিটিভ জানিয়েছে, মার্চের শেষ নাগাদ মুরালিধরনের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। ফলে আগেই অ্যাঞ্জিওপ্লাস্টি করার কথা ছিল। এখন তিনি ভালো আছেন।

মুরালিধরন শ্রীলংকার হয়ে ১৩৩ টি টেস্ট, ৩৫০ টি ওয়ানডে এবং ১২টি টি -২০ ম্যাচ খেলেছেন। ৪৯ বছর বয়সী এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৩৪৭টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে টেস্টে ৮০০ উইকেট, একদিনের ম্যাচে ৫৩৪ এবং টি–২০–তে ১৩টি উইকেট শিকার করেছেন। ১৯৯৬ সালে শ্রীলংকা বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি।

২০১৫ সাল থেকে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ এবং মেন্টর হিসেবে আছেন। চলতি মৌসুমে তার দল পরপর তিনটি ম্যাচে পরাজিত হয়েছে।

 

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’