হোম > খেলা > ক্রিকেট

আফগানদের বিপক্ষে সোহানের খেলা দেখে মুগ্ধ বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেই অপরাজিত নুরুল হাসান সোহান। ছবি: ক্রিকইনফো

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটাই এখন দেখাচ্ছেন নুরুল হাসান সোহান। টানা দুই দিন দুই টি-টোয়েন্টিতে খাদের কিনারা থেকে দলকে বাঁচিয়েছেন। শেষের দিকে নেমে তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

শারজায় পরশু রাতে প্রথম টি-টোয়েন্টিতে সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছিলেন সোহান। সেই ম্যাচে সোহান ১৩ বলে ২৩ রান করেছিলেন। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ১ চার ও ৩ ছক্কা। তবে এই ম্যাচে সোহানকে পাড়ি দিতে হয়েছে আরও দুর্গম পথ। ১৮তম ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে রিশাদ হোসেন বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নবম উইকেটে ৮ বলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান ও শরীফুল ইসলাম।

৬ নম্বরে নামা সোহানের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে। রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নুর আহমদ জাদরানদের মতো বোলারদের বিপক্ষে চাপের মুহূর্তে ভেঙে না পড়ে সোহান যা খেলেছেন, তাতে প্রশংসা ঝরেছে প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে। আফগানদের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আজ (গতকাল) সোহান দারুণ খেলেছে। এমন সময় জাকের-শামীম ফিরে গেল। সে এমন অবস্থা থেকে খেলাটা শেষ করে এল। ব্যাটারদের থেকে এমন কিছুই চাই আমি। যখনই সুযোগ আসবে, যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’

শারজায় পরশু প্রথম টি-টোয়েন্টিতে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (৫৪), তানজিদ হাসান তামিম (৫১) ফিফটি করেছিলেন। কিন্তু গতকাল ৪.৪ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় বাংলাদেশ। ইমন, তামিম দুই ওপেনারই করেছেন ২ রান। সাইফ হাসান আউট হয়েছেন ১৮ রান করে। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে হাল ধরেছেন মিডল অর্ডার ব্যাটাররা। সোহানের ৩১ রানের ইনিংসের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারী (৩৩), জাকের আলী অনিকের (৩২) ইনিংস দুটিও দলের জয়ে দারুণ অবদান রেখেছে। শেষের দিকে শরীফুলের ৬ বলে ২ চারে ১১ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশ তো ২ উইকেটেই জিতে গেল।

এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন সিমন্স। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘গতকালের (পরশু) চেয়ে আজ (গতকাল) অনেক ভালো খেলা হয়েছে। আজ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ম্যাচটা তাই অনেক ভালো হয়েছে। ওপেনাররা গতকাল দেখিয়েছে কী করতে পারে। আজ লোয়ার মিডল অর্ডার দারুণ খেলেছে। রোমাঞ্চকর, আক্রমণাত্মক ক্রিকেট আমরা খেলতে চাই। আমাদের উদ্দেশ্য এমন কিছুই।’

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শরীফুল। শেষের দিকে ক্যামিও ইনিংস খেলা শরীফুল বোলিংটাও দারুণ করেছেন। ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ১ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

আরও পড়ুন:

সাকিবের কথার সঙ্গে একমত তানজিদ তামিম

সেঞ্চুরিতে পাকিস্তানি ক্রিকেটারের রেকর্ডে ভাগ বসালেন ভারতের অমিত

হঠাৎ তিন ক্রিকেটারকে হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের দল ঘোষণা

রংপুরের জয়ে জমে উঠল শিরোপার লড়াই

বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া

ভারতের পুরোনো ‘অপরাধে’র শাস্তি আজ দিল আইসিসি

ভারতীয় প্রতিষ্ঠানের কারণে আইসিসির ক্ষতি ৭৩০০ কোটি টাকা

বিপিএল ধারাভাষ্যে প্রথমবারের মতো ওয়াকার-গফ, আছেন রমিজও

ইচ্ছা করেই ত্রুটিপূর্ণ বোলিং করেছিলেন সাকিব