২০২৩ সালটা প্যাট কামিন্সের জন্য যেন ছিল সবকিছু পাওয়ার এক বছর। ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ—কামিন্সের নেতৃত্বে দুটি আইসিসি ইভেন্ট জিতেছিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে অ্যাশেজও ড্র করে অজিরা। বছরের শেষ মাস ডিসেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন কামিন্স।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ ২০২৩ সালের ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। তাইজুল ইসলাম ও গ্লেন ফিলিপসকে টপকে মাসসেরা হয়েছেন কামিন্স। ডিসেম্বরে কামিন্স আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ২ ম্যাচ। সে দুটিই পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট। অস্ট্রেলিয়ার পেসার নিয়েছেন ১৩ উইকেট, যার মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে নিয়েছেন ১০ উইকেট। তাতে পেয়েছিলেন ম্যাচ-সেরার পুরস্কারও।