হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তায় রশিদ খান 

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে যাচ্ছেন অনেক মানুষ। ঠিক এই মুহূর্তে ৮ হাজার কিলোমিটার দূরে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছেন আফগান ক্রিকেটের অন্যতম বড় তারকা রশিদ খান। তবে পরিবারের চিন্তায় স্বস্তিতে থাকতে পারছেন না রশিদ। এখনো নিজের পরিবারকে দেশ থেকে বের করে আনতে পারেননি তিনি। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন রশিদ।  

আফগানিস্তানের এই চলমান সংকটে দেশ ছাড়তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হচ্ছে আফগানরা। তবে অনেক পরিবার এখনো দেশেই আটকে আছে। রশিদের পরিবারও আছে আটকে পড়াদের তালিকায়। 

নিজের পরিবার নিয়ে রশিদ এখন দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি বলেছেন, ‘তাঁর বাড়িতে অনেক কিছুই ঘটছে। মাঠের সীমানার কাছে দাঁড়িয়ে তাঁর সঙ্গে অনেক কথা হয়েছে। সে খুবই দুশ্চিন্তায় আছে। তাঁর পরিবার আফগানিস্তানে আটকে পড়েছে। এখনো তাদের দেশ থেকে আনতে পারেননি।’ 
 
তবে পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকার পরও মাঠের ক্রিকেটে দুর্দান্ত রশিদ। গতকাল ‘দ্য হান্ড্রেডে’ ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জিতিয়েছেন দলকেও। রশিদের এমন ম্যাচজয়ী পারফরম্যান্স নিয়ে পিটারসেনের মূল্যায়ন, ‘এত দুশ্চিন্তার মধ্যে থেকেও রশিদের পক্ষেই এমন পারফরম্যান্স করা সম্ভব। আমি মনে করি এটি সম্ভবত এখন পর্যন্ত হান্ড্রেডের সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি।’

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি