পাকিস্তানে ভালোভাবে ক্রিকেট ফেরার পথে বড় প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সিদ্ধান্ত প্রভাবিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও (সিএ)।
সিরিজটি আগামী বছর হলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। পিসিবি অবশ্য বরাবরের মতো অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করছে। অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করতে এবার এগিয়ে এলেন সাবেক কিংবদন্তি পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস।
সদ্যই পাকিস্তানের বোলিং কোচের পদ ত্যাগ করেন ওয়াকার। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। সিডনির একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন ওয়াকারের স্ত্রী। সেখানেই পরিবার নিয়ে থিতু হয়েছেন সাবেক পাকিস্তান পেসার। সিডনি বিশ্বের অন্যতম নিরাপদ শহর উল্লেখ করে বলেছেন, ‘আমি সিডনিতে থাকি। আমার পরিবার সিডনিতে থাকে। এটা বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, এখানকার মতো নিরাপত্তা সেখানেও (পাকিস্তানে) রয়েছে।’
অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফর করতে অনুরোধ জানিয়েছেন ওয়াকার। বলেছেন, ‘আমাদের দেশে আসুন। আমরা আপনাদের দেখাশোনার সর্বোচ্চটা করব। আমাদের নিরাপত্তাব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। আমরা নিশ্চিত করব, এরকম (নিরাপত্তার শঙ্কা) কিছু ঘটবে না। যখন কোনো দল আমাদের দেশে আসে, সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হয়।’
অস্ট্রেলিয়া শেষবার পাকিস্তান সফর করেছিল ১৯৯৮ সালে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।