মাঠে ভুলের বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ। ক্রিকেটাররা একের পর এক হারের গল্প লিখছে বাইশ–গজে। চট্টগ্রামে আজ থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে আগে ব্যাটিং নিয়েও ধুঁকছে মুমিনুলের দল। মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও করে চলেছে একের পর এক ভুল।
চট্টগ্রামে প্রথম টেস্টটি শুরু হয়েছে যথারীতি সকাল ১০টায়। কিন্তু আগের দিন বিক্রি করা টিকিটের গায়ে কিনা খেলা শুরুর সময় লেখা ছিল, ‘১০ পিএম’। অর্থাৎ রাত ১০টা থেকে। পরে অবশ্য সেই ভুল স্বীকার করে নেয় বিসিবি। তবে টিকিটগুলো দর্শকের হাতে চলে যাওয়ায় ভুল সংশোধনের সুযোগ ছিল না। পরের টিকিটগুলোতে ভুল যেন না হয়, সেটি নিশ্চিত করার কথা বলেন বিসিবির কর্মকর্তারা।
সেই ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস–সমালোচনা শেষ হতে না হতেই আবার ভুল করে বসল বিসিবি। এবার তো দেশের নামটাই ভুল লিখল বিসিবি। আজ হোয়াটসঅ্যাপে বিসিবির মিডিয়া গ্রুপে সাংবাদিকদের কাছে যে খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে, সেখানে ইংরেজিতে ‘বাংলাদেশ’ বানান ভুল লেখা হয়েছে।
অবশ্য এর আগেও দেশের নামের বানান ভুল করেছিল বিসিবি। ২০১৮ সালের বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচে সেই ভুল হয়েছিল। অবশ্য ম্যাচের আগে তা পরিবর্তন করে নিয়েছিল। এবার খেলোয়াড় তালিকা সরবরাহ করার দুই ঘণ্টা পার হয়ে গেলেও ভুল সংশোধন করেনি বিসিবি।