হোম > খেলা > ক্রিকেট

আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’

গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।

তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’

তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়