হোম > খেলা > ক্রিকেট

বড় লিডের পর তাসকিন-ইবাদতের আঘাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের প্রথম ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। 

এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। 

দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার। 

এরপর ১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন ৷ ১৩ করে ফেরেন কনওয়ে ৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৬ রান। উইকেটে আছেন উইল ইয়ং ও রস টেলর। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ