জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের সাবেক কোচ হিথ স্ট্রিক মারা গেছেন বলে যে খবরটি প্রকাশিত হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হলো। আজ বুধবার (২৩ আগস্ট) সকালে যে সূত্রের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেই সূত্র কিছু পরেই খবরটি প্রত্যাহার করে নেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্সের সঙ্গে গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর মধ্যে সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে।