হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের টিকিট পাওয়ার লক্ষ্য নিয়ে উইন্ডিজ যাচ্ছেন জ্যোতিরা

আজকের পত্রিকা ডেস্ক­

সিরিজ জয় ও বিশ্বকাপের টিকিট—দুই লক্ষ্য জ্যোতির। ছবি: সংগৃহীত

৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা। সফরের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজটি বাংলাদেশের নারী দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী আগস্ট-সেপ্টেম্বরে মেয়েদের বিশ্বকাপ হবে ভারতে। এই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে চাইলে ওয়ানডে স্বাগতিক উইন্ডিজকে হারাতেই হবে জ্যোতিদের। সিরিজ জয় ও বিশ্বকাপের টিকিট কাটা—দুই লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজ যাবেন মেয়েরা।

দলের এই লক্ষ্যের কথা গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর ভাষায়, ‘আমাদের লক্ষ্য একটাই, যেন আমরা ৪ পয়েন্ট নিতে পারি, সরাসরি বিশ্বকাপে যেতে পারি।’

উইমেন’স চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের পয়েন্ট টেবিলের সেরা ৬ দল সরাসরি খেলবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। এই চ্যাম্পিয়নশিপে জ্যোতিদের অবস্থান ৭ নম্বরে। বাংলাদেশের সামনে আছে নিউজিল্যান্ডের মেয়েরা। পয়েন্ট টেবিলের ছয়ে উঠে আসতে ক্যারিবিয়ায় ওয়ানডের সিরিজ থেকে অন্তত ৩ পয়েন্ট পেতে হবে জ্যোতিদের। আর উইমেন’স চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটাই শেষ সিরিজ জ্যোতিদের।

উইন্ডিজ সফরে জ্যোতিরা প্রথম ওয়ানডে খেলবেন ২০ জানুয়ারি। পরের দুটি ম্যাচ ২২ এবং ২৫ জানুয়ারি। আর ওয়ানডে সিরিজ শেষে ২৮ ও ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত