হোম > খেলা > ক্রিকেট

রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে  ইংল্যান্ডের ‘হ্যাটট্রিক’

পাকিস্তান সিরিজের জয়ের ধারাবাহিকতা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রেখেছে ইংল্যান্ড। আজ পার্থের অপটাস স্টেডিয়ামে আজ রানবন্যার  প্রথম টি-টোয়েন্টিতে  অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে  ইংল্যান্ড। তাতে টি-টোয়েন্টিতে ‘হ্যাটট্রিক’ জয় পেল ইংলিশরা।  

ইংল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই অস্ট্রেলিয়া হারায় প্রথম উইকেট। এরপর তিন নম্বরে নামা মিচেল মার্শকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর ঝড় তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-মার্শ ৪৪ বলে ৭১ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩৬ রান করে   মার্শ বিদায় নিলেও একপ্রান্তে অবিচল থাকেন ওয়ার্নার।  এই বাঁহাতি ওপেনার তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪তম ফিফটি।

একটা সময় অস্ট্রেলিয়ার সমীকরণ দাঁড়ায় ৬ ওভারে ৫৭ রান, হাতে ছিল ৭ উইকেট। তখনই ইংল্যান্ডকে ম্যাচে ফেরাতে থাকেন মার্ক উড। দ্রুত তিন উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই পেসার, তার মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ওয়ার্নারের  (৪৪ বলে ৭৩ রান) উইকেটও ছিল। আর শেষ ওভারে ম্যাথ্যু ওয়েডের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন স্যাম কারান। ২০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থেমে যায় স্বাগতিকদের রানের চাকা।

ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস। ৫১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসের পর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন হেলস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ১৩২ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েছেন হেলস-জস বাটলার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ইংলিশরা করে ২০৮ রান। হেলসের ৮৪ এর পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন জস বাটলার। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন নাথান এলিস। ২০ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট।  

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন