হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডকে ২১৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চা-বিরতির পর দ্রুতই আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ছেঁটে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে শেষ হয়ে গেছে আইরিশদের ইনিংস। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা।

 ৬ উইকেটে ১৪৫ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। দিনের শেষ সেশনে তারা তুলেছে রান। অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে তুলে নিয়ে এই সেশনে বাংলাদেশকে প্রথম উচ্ছ্বাসে ভাসান ইবাদত হোসেন। ৫৫ বলে ১৯ রান করেন ম্যাকব্রাইন। ১২৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লরকান টাকারকে নিয়ে সপ্তম উইকেটে ৩৫ রান যোগ করেন ম্যাকব্রাইন। 

হতাশায় পোড়েন টাকারও। দারুণ খেলতে খেলতে আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে। তাইজুল ইসলামের বলে লিটন দাসের  স্টাম্পিংয়ের শিকার হয়ে টাকার ফিরেছেন ৩৭ রানে। তাঁর ইনিংসে ৩টি চারের মার আছে। এরপর তাইজুল দ্রুতই মার্ক  অ্যাডায়ারকে তুলে নেন।

আইরিশদের শেষ ব্যাটার গ্রাহাম হিউমকে বোল্ড করে ইনিংসের সমাপ্তি টেনে  দেন  মেহেদী হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন হ্যারি টেক্টর। ইবাদত হোসেন ও মিরাজ ২টি করে ও তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন।

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন