হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডকে ২১৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চা-বিরতির পর দ্রুতই আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ছেঁটে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে শেষ হয়ে গেছে আইরিশদের ইনিংস। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা।

 ৬ উইকেটে ১৪৫ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। দিনের শেষ সেশনে তারা তুলেছে রান। অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে তুলে নিয়ে এই সেশনে বাংলাদেশকে প্রথম উচ্ছ্বাসে ভাসান ইবাদত হোসেন। ৫৫ বলে ১৯ রান করেন ম্যাকব্রাইন। ১২৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লরকান টাকারকে নিয়ে সপ্তম উইকেটে ৩৫ রান যোগ করেন ম্যাকব্রাইন। 

হতাশায় পোড়েন টাকারও। দারুণ খেলতে খেলতে আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে। তাইজুল ইসলামের বলে লিটন দাসের  স্টাম্পিংয়ের শিকার হয়ে টাকার ফিরেছেন ৩৭ রানে। তাঁর ইনিংসে ৩টি চারের মার আছে। এরপর তাইজুল দ্রুতই মার্ক  অ্যাডায়ারকে তুলে নেন।

আইরিশদের শেষ ব্যাটার গ্রাহাম হিউমকে বোল্ড করে ইনিংসের সমাপ্তি টেনে  দেন  মেহেদী হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন হ্যারি টেক্টর। ইবাদত হোসেন ও মিরাজ ২টি করে ও তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’