হোম > খেলা > ক্রিকেট

ঘরের মাটিতে অজিদের হাতে ধবলধোলাই প্রোটিয়ারা

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ আগেই বিসর্জন দিয়েছিল। ধবলধোলাই এড়াতে হলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু নিজেদের মাটিতেও সেটি আর করতে পারল না। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল প্রোটিয়ারা। 

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা জিতল ১৩ বল হাতে রেখে। ওপেনার ট্রাভিস হেডের ঝড়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলের স্কোরবোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আরেক ওপেনার ম্যাথু শর্টকে হারায় অস্ট্রেলিয়া। তবে সেই চাপ সামলে ৪৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ৯১ রানের ইনিংস খেলেন হেড। উইকেটরক্ষক জশ ইংলিশ করেন ৪২ রান। ৩৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ১৭.১ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন বিয়র্ন ফরচুন ও জেরাল্ড কোয়েটজি। 

এর আগে ডারবানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার রিজা হেন্ড্ররিকসের ৪২, ডেনোভান ফেরেইরার ৪৮ ও অধিনায়ক এইডেন মার্করামের ৪১ রানের সুবাদে ৮ উইকেটে ১৯০ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩১ রানে দিনে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শন অ্যাবট। ২ উইকেট টেন স্টয়নিস। ম্যাচসেরা হয়েছেন হেড আর সিরিজ সেরা মিচেল মার্শ।

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা