হোম > খেলা > ক্রিকেট

ঘরের মাটিতে অজিদের হাতে ধবলধোলাই প্রোটিয়ারা

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ আগেই বিসর্জন দিয়েছিল। ধবলধোলাই এড়াতে হলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু নিজেদের মাটিতেও সেটি আর করতে পারল না। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল প্রোটিয়ারা। 

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা জিতল ১৩ বল হাতে রেখে। ওপেনার ট্রাভিস হেডের ঝড়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলের স্কোরবোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আরেক ওপেনার ম্যাথু শর্টকে হারায় অস্ট্রেলিয়া। তবে সেই চাপ সামলে ৪৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ৯১ রানের ইনিংস খেলেন হেড। উইকেটরক্ষক জশ ইংলিশ করেন ৪২ রান। ৩৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ১৭.১ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন বিয়র্ন ফরচুন ও জেরাল্ড কোয়েটজি। 

এর আগে ডারবানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার রিজা হেন্ড্ররিকসের ৪২, ডেনোভান ফেরেইরার ৪৮ ও অধিনায়ক এইডেন মার্করামের ৪১ রানের সুবাদে ৮ উইকেটে ১৯০ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩১ রানে দিনে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শন অ্যাবট। ২ উইকেট টেন স্টয়নিস। ম্যাচসেরা হয়েছেন হেড আর সিরিজ সেরা মিচেল মার্শ।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া