হোম > খেলা > ক্রিকেট

১৪০০ কিলোমিটার হেঁটেও ধোনির দেখা পেলেন না ভক্ত

প্রিয় ক্রিকেটারকে দেখতে পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় ১৪০০ কিলোমিটার পথ। টানা ১৬ দিন হেঁটে হরিয়ানা প্রদেশ থেকে এসেছেন রাঁচিতে। উদ্দেশ্য স্বপ্নের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে এক নজর দেখবেন। এই গল্পটা হরিয়ানার ১৮ বছর বয়সী অজয় গিলের। 

এক বুক স্বপ্ন নিয়ে ঝাড়খন্ডের রাঁচিতে এসেছিলেন অজয়। তবে বিধিবাম! অজয় রাঁচিতে আসার দুই দিন আগেই রাঁচি থেকে চেন্নাই চলে গেছেন ধোনি। সেখান থেকে আইপিএলের বাকি অংশ খেলতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

নাছোড়বান্দা অজয় এসব শুনেও দাবি করে বসেন, ধোনি আইপিএল থেকে ফিরে আসার পরই তাঁকে দেখেই বাড়ি ফিরবেন। পরে অবশ্য তাঁকে বোঝানো গেছে ধোনির দেশে ফিরতে এখনো তিন মাস। শেষমেশ স্বপ্নভঙ্গের যাতনা নিয়েই হরিয়ানায় ফিরে যান অজয়। 

অজয় পেশায় একজন নাপিত। ধোনিভক্ত অজয়ের হেয়ার স্টাইলও ধোনির মতো। মাথার দু-দিকে লেখা ‘মাহি’ এবং ‘ধোনি’। আর চুল রাঙিয়েছেন হলুদ, নীল, কমলা রঙে। ধোনির সঙ্গে দেখা করতে ২৯ জুলাই বাড়ি ছেড়েছিলেন অজয়। 

অজয় জানিয়েছেন, তিনি এক সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু গত বছর ধোনির অবসরের পর তিনি খেলা ছেড়ে দেন। এখন প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়ে নতুন করে আবার শুরু করতে চান। পরে অনুরাগ চাওলা নামে এক ব্যক্তি অজয়কে দিল্লির টিকিটের করে দিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করান।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’