হোম > খেলা > ক্রিকেট

জয়-হাবিবুর বীরত্বে অবশেষে খুলনার জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা। 

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে। 

এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে। 

বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে। 

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ