হোম > খেলা > ক্রিকেট

আবারও প্রধানমন্ত্রীর কাছে গেলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক মাস আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। হঠাৎই গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তামিম। তামিমের সঙ্গে গতকাল সন্ধ্যায় গণভবনে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, এটি জরুরি কোনো প্রয়োজনে সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গেছে। 

তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও। প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন তাঁরা। পরে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, ’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।’ 

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। তখন প্রধানমন্ত্রী তাঁকে (তামিম) ডেকেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে তামিম সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরেছিলেন তামিম। পরে আরও নানা ঘটনাপ্রবাহে তিনি (তামিম) বিশ্বকাপ দলেই ছিলেন না। এশিয়া কাপ ও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল ফিটনেস, ক্যারিয়ার—এসব নিয়ে। সবকিছু মিলেই তিনি হয়তো আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ