এ বছরের এপ্রিলে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল প্রধান কোচ টবি র্যাডফোর্ডের। তবে বাংলাদেশ সরকারের নিয়ম অমান্য করে অগ্রিম অর্থ (ডলার) দাবি করে বিসিবিকে বিপাকে ফেলতে চেয়েছিলেন এই ইংলিশ কোচ। পরে তাঁকে ছাড়াই সহকারী কোচ চাম্পাকা রামানায়েক দিয়ে ক্যাম্প শুরু করতে হয়েছিল বিসিবির।
চুক্তির শর্ত না মেনে টবির অগ্রিম অর্থ দাবির পর এই কোচকে বিদায়ের চিন্তা ভাবনা করে বিসিবি। তবে অফিশিয়ালি তা সম্পন্ন হওয়ার আগেই নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, টবি এখন ওয়েলিংটন ফায়ারবার্ডস ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন। এতে করে তাঁর আর বাংলাদেশে কাজ করার সম্ভাবনা নেই।
২০২০ সালের আগস্টে এইচপির সাবেক কোচ সাইমন হেলমুটের শূন্যস্থানে যোগ দিয়েছিলেন টবি। এরপর করোনার কারণে ক্যাম্প ও সিরিজ না হওয়ায় তাঁর আর কাজ করার হয়ে ওঠেনি। ২০২২ সালে ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও পরে আর যোগ দেননি এই ইংলিশ কোচ।